Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বামজোটের নতুন সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ১৬:১৪ | আপডেট: ২ জুন ২০২৫ ১৬:১৮

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

ঢাকা: আগামী তিন মাস বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

সোমবার (২ জুন) বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, বাম গণতান্ত্রিক জোটের বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক সোমবার (২ জুন) থেকে আগামী তিন মাস বাম গণতান্ত্রিক জোট, কেন্দ্রীয় পরিচালনা কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

দেশের ছয়টি বাম ধারায় রাজনৈতিক আদর্শের বর্তমানে বাম গণতান্ত্রিক জোটে রয়েছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ, সিপিবি, বাসদ, বাসদের (মার্ক্সবাদী), গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

বামজোট বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রুহিন হোসেন প্রিন্স

বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ 'সহনীয়'
২৬ জুলাই ২০২৫ ১২:২৫

আরো

সম্পর্কিত খবর