Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিয়াইন নদীতে যুবক নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ১৭:০০ | আপডেট: ২ জুন ২০২৫ ১৭:৩১

নিখোঁজ পাবেল মিয়া

সিলেট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পিয়াইন নদীতে নৌকা থেকে পড়ে পাবেল মিয়া (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

সোমবার (২ জুন) সকাল ১০টার দিকে জাফলংয়ের নয়াবস্তি সংলগ্ন এলাকার পিয়াইন নদীর মধ্য স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ পাবেল উপজেলার ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের বাউরভাগ গ্রামের মহরম আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে পাবেল নৌকা থেকে পড়ে নদীতে নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ও জৈন্তাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চালান।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, নিখোঁজ পাবেল মিয়া দীর্ঘদিন যাবৎ মৃগী রোগে আক্রান্ত। তবে, হঠাৎ করে কিভাবে সে পানিতে পড়লো তা জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার উপ পরিদর্শক (এসআই) উৎসব কর্মকার জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক টিম কাজ করছে। কিভাবে সে নিখোঁজ হয়েছে তাও তদন্ত করা হচ্ছে।

সারাবাংলা/এসআর

পিয়াইন নদী যুবক নিখোঁজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর