Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংশোধিত বাজেটের আকার ৭ লাখ ৪৪ হাজার কোটি টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ২১:২৬ | আপডেট: ২ জুন ২০২৫ ২৩:৫২

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: চলতি ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটের আকার ৭ লাখ ৫৪ হাজার কোটি টাকা প্রাক্কলন করা হয়েছে। মূল বাজেটের আকার ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। সে হিসাবে সংশোধিত বাজেটে মোট ৪৩ হাজার কোটি টাকা কমানো হয়েছে। অন্যদিকে নির্ধারিত বরাদ্দের অতিরিক্ত ব্যয় করায় ১০টি মন্ত্রণালয়/বিভাগের অনুকূলে ১ লাখ ৩০ হাজার ৫১২ কোটি ৯ লাখ টাকা সম্পূরক বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বাজেট উপাত্ত পর্যালোচনায় দেখা যায়, মূলত বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) কাটছাট এবং রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় বাজেটের আকার কমেছে।

বিদায়ী অর্থবছরের মূল বাজেটে এডিপি’র আকার ধরা হয়েছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। সংশোধিত বাজেটে ৪৯ হাজার কোটি টাকা কমিয়ে ২ লাখ ১৬ হাজার কোটি টাকা প্রাক্কলন করা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে মূল বাজেটে সার্বিক প্রাপ্তির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা। সংশোধিত বাজেটে ২৩ হাজার কোটি টাকা কমিয়ে ৫ লাখ ১৮ হাজার কোটি টাকা প্রাক্কলন করা হয়েছে।

এছাড়া সংশোধিত বাজেটে সার্বিক বাজেট ঘাটতি ৩০ হাজার কোটি টাকা কমানো হয়েছে। মূল বাজেটে ঘাটতির পরিমাণ ধরা হয়েছিল ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। এটি কমিয়ে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা প্রাক্কলন করা হয়েছে।

এর বাইরে সংশোধিত বাজেটে ১০টি মন্ত্রণালয়/বিভাগের অনুকূলে ১ লাখ ৩০ হাজার ৫১২ কোটি ৯ লাখ টাকা সম্পূরক বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরে নির্ধারিত বরাদ্দের বিপরীতে অতিরিক্ত অর্থ ব্যয় হওয়ায় এ বরাদ্দ দেওয়া হচ্ছে।

সারাবাংলা/আরএস

সংশোধিত বাজেট ২০২৪-২৫