Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছবির গল্প
রাজধানীতে আসছে কোরবানির পশু

সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট
৩ জুন ২০২৫ ১০:৪৫ | আপডেট: ৩ জুন ২০২৫ ১২:২৫

আসছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। এই ঈদে ধর্মপ্রাণ মুসলমানরা পশু কোরবানি করে থাকে। সারাদেশে প্রতিবছর ঈদুল আজহায় এক কোটিরও বেশি পশু কোরবানি হয়। আগে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে পশু আমদানি হতো। কিন্তু কয়েক বছর ধরে দেশের ভেতরেই বড় বড় গরুর খামার তৈরি হওয়ায় বাইরে থেকে আর পশু আমাদানি করতে হচ্ছে না। এদিকে বছরজুড়ে দেশের বিভিন্ন জেলায় ও খামারে কোরাবানির জন্য পশু প্রস্তুত করা হয়। সেইসব পশুর কিছু অংশ আসে রাজধানীতেও। দেশের বিভিন্ন জেলা থেকে সড়ক ও নদীপথে পশুগুলো আনা হয়। কোরবানিকে কেন্দ্র করে নদীপথে নিয়ে আসা পশুগুলো কীভাবে রাজধানীর হাটগুলোতে পৌঁছে যাচ্ছে তার চিত্র ফ্রেমবন্দি করছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

কোরবানির পশু জলপথ ট্রাক ঢাকা নৌকা রাজধানী স্থলপথ