Wednesday 23 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, বাবাসহ ২ ছেলে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৫ ১২:০১ | আপডেট: ৩ জুন ২০২৫ ১৫:৩৪

দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে মাক্রোবাসটি পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।

টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় বাবা ও তার দুই ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (৩ জুন) সকাল ৯টার দিকে যমুনা সেতু মহাসড়কের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুর সদর উপজেলার আমজাদ হোসেন (৬৫), তার দুই ছেলে রাতুল (১৪) ও অতুল (২৬)। এছাড়া গাড়িতে থাকা অপর তিনজন আহত হয়েছেন।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন জানান, নিহতরা ঈদের ছুটিতে মাইক্রোবাসযোগে তারা ঢাকা থেকে শেরপুরে যাচ্ছিলেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইলে করাতিপাড়া বাইপাস এলাকার পৌঁছলে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে তাদের মাক্রোবাস পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে আমজাদ হোসেন ও তার দুই ছেলে অতুল ও আতুল নিহত হন।

বিজ্ঞাপন

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান ওসি।

সারাবাংলা/ইআ

টাঙ্গাইল টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

‎স্ক্যাম মেসেজ চেনার উপায়
২৩ জুলাই ২০২৫ ২১:২৭

আরো

সম্পর্কিত খবর