Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফারুক আহমেদের অপসারণ কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৫ ১৮:১৬ | আপডেট: ৩ জুন ২০২৫ ১৯:৫০

ফারুক আহমেদ

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদের অপসারণ কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আমিনুল ইসলাম বুলবুলের দায়িত্ব পালনের ওপর স্থিতাবস্থা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এদিন ফারুক আহমেদের পক্ষে রিটের শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম।

বিজ্ঞাপন

এর আগে, ১ জুন বিসিবির সভাপতির পদ থেকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে রিট করেন ফারুক আহমেদ। রিটে নতুন বিসিবি সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে নিয়োগের সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ জানানো হয়। তবে ২ জুন রিটটি কার্যতালিকা থেকে বাদ দেন বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার ডিভিশন বেঞ্চ।

গত ২৯ মে বিপিএল সংক্রান্ত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন ও ৯ জন বোর্ড পরিচালকের আটজনের অনাস্থা বিবেচনায় নিয়ে বিসিবির পরিচালক পদে ফারুকের মনোনয়ন বাতিল করে এনএসসি। ফলে স্বয়ংক্রিয়ভাবে সভাপতির পদ হারান তিনি। পরদিন ৩০ মে আমিনুল ইসলামকে বিসিবির পরিচালক মনোনীত করে সংস্থাটি। একই দিন বিকেলে বিসিবির পরিচালনা পর্ষদের সভায় নতুন সভাপতি হন তিনি।

সারাবাংলা/আরএম/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর