Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় গণঅভ্যুত্থানে আহতদের হেলথ কার্ড-ঈদ ‍উপহার সামগ্রী বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৫ ১৯:৩৫

হেলথ কার্ড- ঈদ ‍উপহার সামগ্রী বিতরণ

কুষ্টিয়া: কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মাঝে হেল থ্কার্ড ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) দুপুরে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ হেলথ কার্ড ও ঈদ উপহার তুলে দেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, এই আন্দোলনের উদ্দেশ্য কি ছিল এবং কিভাবে সকলে সম্পৃক্ত হয়েছে তা সবার জানা। তখন একটাই উদ্দেশ্য ছিল এখন ব্যক্তি-ব্যক্তি উদ্দেশ্যে পরিণত হচ্ছে যে কারণেই এত বিভেদ সৃষ্টি হচ্ছে। স্বাধীনতার ৫৪ বছর পরেও ভুয়া মুক্তিযোদ্ধা বের হচ্ছে; তাহলে এখানেও সমস্যা থাকতে পারে। আমাদের যাচাই-বাছাই চলছে। সরকারি কর্মকর্তাদের এমনভাবে তুলে ধরা হয় যে তারা জনগণের বিপক্ষে কাজ করে বিষয়টি এমন না। আমাদেরও কিছু বিধি-বিধান মেনে কাজ করতে হয়। এই পরিবর্তিত বাংলাদেশে এটুকু বলতে পারেন আমরা আপনাদের সহযোদ্ধা।

বিজ্ঞাপন

এসময় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহামুদ, সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, আহত জুলাই যোদ্ধা মো. শরিফুল ইসলাম, মো. রফিকুল ইসলাম ও নাজমুস সাকিব বক্তব্য দেন।

সারাবাংলা/এসআর

ঈদ উপহার কুষ্টিয়া গণঅভ্যুত্থানে আহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর