Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে ঝড়ে গাছ পড়ে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৫ ২১:৩০ | আপডেট: ৪ জুন ২০২৫ ০০:১৮

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দিতে ঝড়ে গাছ পড়ে আসমা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ জুন) বিকেলে উপজেলার নবাবপুর ইউনিয়নের পুরাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসমা বালিয়াকান্দি উপজেলার নববাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের কালাম জোয়াদ্দারের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা শামীম বলেন, বিকেলে প্রচণ্ড ঝড়-বাতাস শুরু হয়। এসময় আসমা বেগম রান্না করছিলেন। তখন একটি গাছ ভেঙে রান্নাঘরের ওপর পড়লে তিনি চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের দাবির প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

ঝড়ে মৃত্যু নারীর মৃত্যু বালিয়াকান্দি রাজবাড়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর