চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় এক ব্যক্তিকে নির্মমভাবে কুপিয়ে খুন করা হয়েছে। এলোপাতাড়ি কুপিয়ে দুই হাত শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন করে তাকে দুর্বৃত্তরা রাস্তায় ফেলে যায় বলে স্থানীয়রা জানিয়েছে।
মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাঁচ আইন্না গোপাট এলাকায় সড়কের ওপর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত মো. শিপন (৪৫) উপজেলার মগধরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আনসারুল হকের ছেলে। মুরগির খামারসহ কৃষিভিত্তিক বিভিন্ন ব্যবসার সঙ্গে তিনি জড়িত ছিলেন।
স্থানীয়রা জানান, শিপনের বড় ভাই সাখাওয়াত হোসেন স্থানীয় আওয়ামী লীগের নেতা। তাদের পুরো পরিবার আওয়ামী লীগের সমর্থক হিসেবে এলাকায় পরিচিত।
সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সফিকুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ রাস্তায় ফেলে গেছে। তার হাত দুটি কব্জি থেকে প্রায় বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। আমরা তদন্ত শুরু করেছি।’