পঞ্চগড়: পঞ্চগড়ের সদর উপজেলায় ভুট্টা ক্ষেতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৪ জুন) সকালে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ফকিরের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলার সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ব্যাংহারি পাড়ার সফিউল ইসলামের ছেলে রব্বানী (৩৫), লিয়াকত আলীর ছেলে শাহীন ইসলাম (৪৫) এবং কলেজছাত্র জামেদুল ইসলাম। তারা ১৪ জনের একটি দল নিয়ে চুক্তিভিত্তিকভাবে ফকিরের হাট এলাকার একটি ভুট্টা ক্ষেতে কাজ করতে গিয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভুট্টা ক্ষেতে আগে থেকে বিদ্যুতের একটি ছেঁড়া তার পড়ে ছিল। কাজ শুরুর সময় বিদ্যুৎ না থাকলেও, হঠাৎ লাইন চালু হলে কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই মারা যান কলেজ জামেদুল ইসলাম, যিনি স্থানীয় একটি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
আহত অবস্থায় রব্বানী, শাহীন ও শাহীনের ভাই জয় ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে পথেই রব্বানী ও শাহীনের মৃত্যু হয়। গুরুতর আহত জয় ইসলামকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত জয় ইসলাম বলেন, ‘বিদ্যুতের তারটি মাটিতে পড়ে ছিল। তখন বিদ্যুৎ ছিল না। হঠাৎ আমার পা ঝিনঝিন করতে থাকে, বুঝতে পারি আমরা বিদ্যুৎস্পৃষ্ট হচ্ছি। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ অফিসে ফোন দিই, কিন্তু তারা ফোন ধরেনি। পরে আরও কয়েকজন ফোন দিলে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়।’
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আবুল কাশেম জানান, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুইজনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং একজনকে গুরুতর আহত অবস্থায় রংপুরে পাঠানো হয়েছে।’
সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।