Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার অস্ত্র মামলায় গ্রেফতার কামাল মজুমদার

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৫ ১৩:১৭ | আপডেট: ৪ জুন ২০২৫ ১৫:১৮

আদালতে সাবেক শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

ঢাকা: রাজধানীর বনানী থানায় অস্ত্র আইনে করা মামলায় সাবেক শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

বুধবার (৪ জুন) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন।

বনানী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই মোক্তার হোসেন জানান, দুপুর ১২টার দিকে কামাল আহমেদ মজুমদারকে আদালতের আনা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন বিচারক।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের ২৫ আগস্ট জারি করা এক প্রজ্ঞাপন অনুযায়ী ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য প্রদত্ত সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়। স্থগিত করা লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে জমা দানের নির্দেশ দেওয়া হয়। এ তারিখের মধ্যে কোনো অস্ত্র ও গোলাবারুদ থানায় জমা না দিলে অবৈধ অস্ত্র হিসেবে গণ্য করে অস্ত্র আইনে মামলা হবে বলে জানানো হয়।

বিজ্ঞাপন

নির্ধারিত সময়ের মধ্যে আসামি কামাল আহমেদ মজুমদার নিজের দুটি আগ্নেয়াস্ত্র নিজে অথবা অন্য কোনো প্রতিনিধির মাধ্যমে বনানী থানায় বা অন্য কোনো থানায় জমা দিয়েছেন কিনা সে বিষয়ে তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে থানাকেও জানানো হয়নি। তার অস্ত্রের লাইসেন্সে উল্লেখিত ঠিকানায় উপস্থিত হয়ে বাসায় কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় অস্ত্র আইনের ১৯(১) ধারায় কামাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে মামলা করেন বনানী থানার এসআই (নিরস্ত্র) মো. জানে আলম দুলাল।

গত বছরের ১৮ অক্টোবর রাতে কামাল আহমেদ মজুমদারকে রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে রয়েছেন সাবেক এই প্রতিমন্ত্রী।

সারাবাংলা/আরএম/ইআ

অস্ত্র মামলায় গ্রেফতার

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর