Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ভবন থেকে পড়ে কলেজ শিক্ষকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৫ ১৩:৫৯ | আপডেট: ৪ জুন ২০২৫ ১৬:২৯

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর শেরে বাংলা নগরের রাজাবাজার এলাকায় ১০তলা ভবন থেকে পড়ে তেজগাঁও কলেজের রসায়ন বিভাগের সাবেক এক শিক্ষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে পুলিশের ধারণা, এটি আত্মহত্যা।

বুধবার (৪ জুন) সকাল ১১টার দিকে কমিশনার গলির একটি ভবন থেকে পড়লে এ ঘটনা ঘটে।

শেরে বাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাউল হক বিষয়টি নিশ্চিত করে সারাবাংলাকে জানান, রাজাবাজারে তেজগাঁও কলেজের অবসরে যাওয়া রসায়ন বিভাগের শিক্ষক আব্দুল বাকি নিজ বাসার ১০তলা ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছেন। তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা। তবে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

তিনি বলেন, লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ

কলেজ শিক্ষকের মৃত্যু ভবন থেকে পড়ে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর