Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে আটক বিএসএফ সদস্যকে ফেরত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৫ ১৪:১৮ | আপডেট: ৪ জুন ২০২৫ ১৬:২৯

বিজিবি সদস্য গনেশ মুর্তি।

চাঁপাইনবাবগঞ্জ: মদ্যপ অবস্থায় বাংলাদেশে অনুপ্রেবেশের অভিযোগে গ্রামবাসীর কাছে আটক বিএসএফ সদস্যকে উদ্ধার করে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করেছে বিজিবি।

বুধবার (৪ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর সাতরশিয়া সীমান্তে মধ্যপ অবস্থায় এক বিএসএফ সদস্য বাংলাদেশের অভ্যান্তরে ঢুকে পড়ে। এ সময় স্থানীয়রা তাকে আটক করে বিজিবিকে খবর দেয়।

পরে বিজিবি সদস্যরা ভারতের ৭১ ব্যাটালিয়ন বিএসএফের নুরপুর ক্যাম্পের সিনিয়র কনস্টেবল গনেশ মুর্তিকে (৪৩) গ্রামবাসীর মাঝ থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু জানান, মদ্যপ অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরে গনেশ মুর্তি নামে এক বিএসএফ সদস্য অনুপ্রবেশের অভিযোগে আটক করা হয়েছিল। পরে বিজিবি ও বিএসএফের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকে জোর প্রতিবাদ জানানো হয়েছে।

সারাবাংলা/এমপি

বিএসএফ বিজিবি সীমান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর