চুয়াডাঙ্গায় দেড় কেজি সোনাসহ গ্রেফতার ১
২৯ জুন ২০১৮ ১৭:২০ | আপডেট: ২৯ জুন ২০১৮ ১৭:৫৯
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্টে অভিযান চালিয়ে এক কেজি ৪৬৬ গ্রাম সোনাসহ ভারতগামী বাংলাদেশী নাগরিক দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। ওই সোনার আনুমানিক মূল্য ৭০ লাখ বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
শুক্রবার (২৯ জুন) দুপুর ১টার দিকে দেলোয়ার হোসেনের দেহ তল্লাশী করে ১৩টি সোনার বার উদ্ধার করা হয়। তার বাড়ি পিরোজপুর জেলার বোয়ালমারীর চরবর্ণি গ্রামের।
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা দফতরের রাজস্ব কর্মকর্তা ছবি রনী দত্ত জানান, দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে সোনা পাচার হবে- এমন খবর পেয়ে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা দফতরের একটি টিম শুক্রবার সকালে চেকপোস্টে অভিযান চালায়। পরে ভারতগামী বাংলাদেশী নাগরিক দেলোয়ার হোসেনকে আটক করা হয়। দুপুর ১টার দিকে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা যাত্রী ও সাংবাদিকদের উপস্থিতিতে তার দেহ তল্লাশী করে ১৩টি স্বর্ণের বার উদ্ধার করে। যার ওজন এক কেজি ৪৬৬ গ্রাম। সোনার বারগুলো দর্শনা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়।
সারাবাংলা/টিএম