Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনকে ১ লাখ ড্রোন সরবরাহের ঘোষণা দিয়েছে ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক
৪ জুন ২০২৫ ১৪:৫৪ | আপডেট: ৪ জুন ২০২৫ ১৬:২৮

ছবি: দ্য ডিফেন্স পোস্ট

ইউক্রেনকে আগামী বছরের এপ্রিলের মধ্যে এক লাখ ড্রোন সরবরাহ করতে চায় ব্রিটেন।

বুধবার (৪ জুন) দেশটির পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

ব্রিটিশ সরকার জানিয়েছে, ইউক্রেনের জন্য সাড়ে চারশ কোটি পাউন্ড সামরিক সহায়তার মধ্য থেকেই এই ড্রোন প্যাকেজ প্রদান করা হবে। এর জন্য ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি পাউন্ড।

এছাড়া, জানুয়ারি থেকে এক লাখ ৪০ হাজার আর্টিলারি শেল ইউক্রেনে এরইমধ্যে পাঠিয়ে দিয়েছে বলে জানিয়েছে লন্ডন। ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণে আরও ২৪ কোটি ৭০ লাখ পাউন্ড ব্যয় করা হবে।

গত সোমবার (২ জুন) একটি স্বাধীনভাবে প্রস্তুতকৃত কৌশলগত প্রতিরক্ষা পর্যালোচনা (স্ট্র্যাটেজিক ডিফেন্স রিভিউ) অনুমোদন করে ব্রিটিশ সরকার। সেখানে রাশিয়ার মতো হুমকি মোকাবেলায় প্রযুক্তিনির্ভর, অধিকতর শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করা হয়।

বিজ্ঞাপন

এদিকে, যুক্তরাজ্যের পক্ষ থেকে এই ঘোষণাটি আসছে ৫০টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত ইউক্রেন ডিফেন্স কন্টাক্ট গ্রুপের ব্রাসেলস বৈঠকে, যেখানে যুক্তরাজ্যের সঙ্গে আয়োজক হিসেবে আছে জার্মানিও।

বৈঠকে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি জানান, শুধু ড্রোন নয় এ বছর ব্রিটেন ইউক্রেনকে ১ লাখ ৪০ হাজার গোলাবারুদ সরবরাহ এবং ২৪৭ মিলিয়ন পাউন্ড ব্যয়ে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণের পরিকল্পনাও রয়েছে।

বৈঠকের আগে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেছেন, ইউক্রেনের প্রতি সমর্থন এরইমধ্যে গোলাবারুদ সরবরাহ করে এক গুরুত্বপূর্ণ নজির স্থাপন করেছে ব্রিটেন। সমর্থন আরও জোরদার করতে চলতি বছর তাদেরকে হাজার হাজার ড্রোন সরবরাহ করা হবে।

উল্লেখ্য, ইউক্রেনে তিন বছরেরও বেশি সময় ধরে চলা রুশ আগ্রাসন মোকাবেলায় ড্রোন প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এনেছে। ইউক্রেনের অন্যতম বড় পশ্চিমা মিত্র হিসেবে যুদ্ধের শুরু থেকেই নানা ধরনের সমর্থন দিয়ে আসছে ব্রিটেন।

সারাবাংলা/এসডব্লিউ

ইউক্রেন ড্রোন সরবরাহ ব্রিটেন

বিজ্ঞাপন

খুলনায় জুট মিলে আগুন
১১ আগস্ট ২০২৫ ০৮:৩৯

আরো

সম্পর্কিত খবর