Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে পানিতে পড়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৪ জুন ২০২৫ ১৫:০১

পানিতে ডুবে মৃত্যু। ছবি: সারাবাংলা

সুনামগঞ্জ: জেলার শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের কাদিপুর গ্রামে পানিতে ডুবে কামাল হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৪ জুন) সকালে পশ্চিম পাগলার মহাসিং নদীতে এই ঘটনা ঘটে।

নিহত কামাল হোসেন কাদিপুর গ্রামের কদ্দুস মিয়ার ছেলে।

তার পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে জটিল মৃগী রোগে ভুগছিলেন কামাল হোসেন। ফলে প্রায়ই খিঁচুনিতে অসুস্থ হয়ে পড়তেন তিনি। বুধবার সকালে হাওরে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন কামাল হোসেন। বাড়ির ঘাটে মহাসিং নদীতে বাঁধা নৌকায় উঠলে হঠাৎই খিঁচুনি দেখা দেয় তার। এ সময় নৌকা থেকে পড়ে গিয়ে ডুবে যান তিনি।

স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে জেলা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে আধ ঘণ্টার অধিক সময় খোঁজাখু্ঁজি করে কামাল হোসেনের মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দলের প্রধান জামান উদ্দিন বলেন, ‘৯৯৯ এ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে ৪০ মিনিট চেষ্টা করে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সারাবাংলা/এসডব্লিউ

পানিতে ডুবে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর