Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংক অ্যাকাউন্টের ওটিপি হাতিয়ে টাকা আত্মসাত, প্রতারক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৫ ১৮:৪৭ | আপডেট: ৪ জুন ২০২৫ ১৯:৪৪

মূলহোতা রুহুল আমিনকে গ্রেফতার করেছে সিআইডি।

ঢাকা: ব্যাংকের কাস্টমার কেয়ারের লোক পরিচয়ে ওটিপি হাতিয়ে টাকা আত্মসাত করা চক্রের মূলহোতা রুহুল আমিনকে (৪২) গ্রেফতার করেছে সিআইডি।

বুধবার (৪ জুন) বিকেলে সিআইডির মিডিয়া বিভাগের বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান এ তথ্য জানিয়েছেন।

পুলিশ সুপার জসীম উদ্দিন খান বলেন, ‘ওটিপি হাতিয়ে টাকা আত্মসাত করার ঘটনায় রমনা মডেল থানায় গত ২৫ মার্চ মামলা করা হয়। মামলাটির তদন্তভার সিআইডিকে দেওয়া হলে সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ ইউনিট মামলাটিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তদন্ত কার্যক্রম পরিচালনা শুরু করে। একপর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সূত্রের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তদন্তে প্রাপ্ত অভিযুক্ত রুহুল আমিনকে ফরিদপুর থেকে গ্রেফতার করে সিআইডি।’

বিজ্ঞাপন

তিনি জানান, মামলাটি বর্তমানে সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ ইউনিট এ তদন্তাধীন। প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

মামলার এজাহার থেকে জানা যায়, মামলার বাদী একজন ব্যবসায়ী এবং ঢাকার একটি বেসরকারি ব্যাংকের মৌচাক শাখায় তার একটি ব্যাংক হিসাব খোলা রয়েছে। গত ২৪ মার্চ বিকেলে রাজধানীর মগবাজার মোড়ে অবস্থানকালীন সময়ে প্রতারক চক্রের এক অজ্ঞাতনামা সদস্য বাদীর মোবাইলে কল দিয়ে নিজেকে ওই ব্যাংকের কাস্টমার কেয়ারের লোক পরিচয় দিয়ে বলে, বাদীর ব্যাংক হিসাবে কিছু টাকা ক্রেডিট হবে তাই বাদীর ব্যাংকে দেওয়া মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে যা তাদেরকে দিতে হবে। বাদী সরল বিশ্বাসে ওটিপি প্রতারক চক্রকে দেওয়ার পর বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টে ৮ লাখ ৪০ হাজার টাকা কৌশলে ট্রান্সফার করে নেয়।

সারাবাংলা/এমএইচ/এইচআই

টাকা আত্মসাত প্রতারক প্রতারক গ্রেফতার ব্যাংক অ্যাকাউন্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর