সাতক্ষীরা: ইমিগ্রেশন খোলা থাকলেও সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ১০ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি কার্যক্রম।
বুধবার (৪ জুন) ভোমরা কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু মুছা এ তথ্য জানান।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার (৫ জুন) থেকে শুরু হওয়া এই ছুটি শেষ হবে ১৪ জুন। ১৫ জুন খুলবে আমদানি-রফতানির দরজা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে এ সময় বন্দর দিয়ে কোনো পণ্য আমদানি বা রফতানি করা হবে না।’
ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা রাসেল আহমেদ জানান, ঈদের সময় বন্দর বন্ধের কোনো সরকারি আদেশ নেই। তবে স্বাভাবিকভাবেই এ সময় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকে। মূলত দুই দেশের ব্যবসায়ীদের সমন্বিত সিদ্ধান্তেই এই ছুটি পালন করা হয়।
ভোমরা চেকপোস্ট ইমিগ্রেশন সূত্র জানায়, ঈদের ছুটিতে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের জন্য ইমিগ্রেশন কার্যক্রম চালু থাকবে।