Tuesday 29 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় আ.লীগের মিছিলের চেষ্টা, আটক ১৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৫ ২৩:১০ | আপডেট: ৫ জুন ২০২৫ ১২:১০

ছবি: সংগৃহীত

খুলনা: খুলনায় মিছিল করতে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ জুন) দুপুরে খুলনার নিজ খামার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

খুলনার লবনচরা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘দুপুরে নিজ খামার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করা হয়েছে।‘

তিনি আরও বলেন, ‘পালাতে গিয়ে তাদের মধ্যে একজনের পা ভেঙে গেছে। পরে তাকে আটক করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অন্য ১২ জনকে থানায় আনা হয়েছে।’

সারাবাংলা/এইচআই

আওয়ামী লীগ আটক খুলনা ঝটিকা মিছিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর