Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদিতে খালেদার সম্পদের প্রমাণ করা যাবে : অর্থমন্ত্রী


২৩ ডিসেম্বর ২০১৭ ১২:৩৬ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৬:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, সিলেট

সৌদিতে খালেদা জিয়ার সম্পদ প্রসঙ্গে প্রধানমন্ত্রী কিছু বলে থাকলে এর পেছনে যথেষ্ট তথ্য আছে এবং সেটা প্রমাণ করা যাবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

মন্ত্রী শনিবার সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়ার উকিল নোটিশ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, উকিল নোটিশ উকিলরাই দেখবেন এবং এর জবাবও উকিলরাই দেবেন।

অনুষ্ঠানে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. গোলাম শাহী আলমসহ সিলেট আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন শেষে অর্থমন্ত্রী তাতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও মোনাজাতে অংশ নেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এস/আরসি/একে

অর্থমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর