Wednesday 30 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টি আর পাহাড়ি ঢলে বাড়ছে সুনামগঞ্জের নদীর পানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৫ ১২:১৮

সুনামগঞ্জ: বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সুনামগঞ্জের নদ-নদী ও হাওরের পানি বাড়ছে। তবে এখনও সুরমা, যাদুকাটা, রক্তি, বৌলাই নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। গেল ২৪ ঘন্টায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি ৩৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। বৃষ্টি রেকর্ড করা হয়েছে ৮৮ মিলিমিটার।

বৃহস্পতিবার (৫ জুন ) সকালে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার ৪৮ সেন্টিমিটার নিচ দিয়ে ৭.৩২ সেন্টিমিটারে প্রবাহিত হচ্ছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সুনামগঞ্জের নদীর পানি বাড়ছে ৷ তবে পানি বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিজ্ঞাপন

সুনামগঞ্জ আগামী ১-২ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এতে নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হওয়া বা বন্যার শঙ্কা নেই।

সারাবাংলা/এসডব্লিউ

পাহাড়ি ঢল বৃষ্টিপাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর