Saturday 09 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অতিরিক্ত ভাড়া আদায়, টাঙ্গাইলে ৫০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৫ ১৯:৫০ | আপডেট: ৫ জুন ২০২৫ ২০:০৪

টাঙ্গাইল: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে বাস ও অন্যান্য গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়।

দুপুরে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন দূরপাল্লার বিভিন্ন যানবাহনে ভাড়া যাচাই করেন। ভাড়া তালিকা লঙ্ঘন ও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পাওয়ায় ১৪টি পৃথক মামলায় জরিমানা আদায় করা হয়। এ সময় মধুপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সালমানসহ সেনাবাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা করেন।

বিজ্ঞাপন

ইউএনও মো. জুবায়ের হোসেন জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান  অব্যাহত থাকবে।

সারাবাংলা/এসআর

অতিরিক্ত ভাড়া আদায় জরিমানা টাঙ্গাইল ভ্রাম্যমাণ আদালত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর