Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালীতে ২২ গ্রামে ঈদুল আজহা পালিত হচ্ছে আজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৫ ১০:৩৫ | আপডেট: ৬ জুন ২০২৫ ১৫:৪২

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর ২২ গ্রামে উৎযাপিত হচ্ছে ঈদ।

পটুয়াখালী: সৌদিসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ২২ গ্রামের ২৫ হাজার মানুষ উদযাপন করছেন আগাম ঈদুল আযহা।

শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ৭টায় কলাপাড়ার উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফ জামে মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮টায় সদর উপজেলার বদরপুর দরবার শরীফ জামে মসজিদে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এ দুই দরবারে অনুষ্ঠিত নামাজে সবেচেয়ে বেশী মুসুল্লী অংশগ্রহণ করেন।

জেলার সদর উপজেলার ৪ গ্রামে, কলাপাড়ার ৮ গ্রামে, রাঙ্গাবালির ২ গ্রামে, গলাচিপার ৩ গ্রামে , দুমকির ২ গ্রাম ও বাউফল উপজেলার ৩ গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

আগাম ঈদ পালনকারীরা চট্রগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত। প্রায় ১০০ বছর ধরে তারা আগাম ঈদ উদযাপন করে আসছে।

সারাবাংলা/এমপি

উদযাপন পবিত্র ঈদুল আজহা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর