ঢাকা: জুলাই বিপ্লবে কুমিল্লার দেবিদ্বারে ১৪ জন শহীদ ও ৬০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।
শুক্রবার (৬ জুন) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্ট এ তথ্য জানান তিনি।
ফেসবুকে পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন, “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), দেবিদ্বার; আমরা ভুলিনি আমাদের জুলাই বিপ্লবের ১৪ জন শহীদ ও ৬০ জন আহত ভাইবোনদের আত্মত্যাগ।”
তিনি বলেন, “এই পবিত্র কুরবানির ঈদে এনসিপি পরিবার এবার তাদের পাশে দাঁড়াতে চায় আরও একটি বিশেষ মুহূর্তে। আগামীকাল সকাল ৯টায় আমরা শহীদ ও আহত পরিবারগুলোর সদস্যদের সঙ্গে নিয়ে দেবিদ্বার নিউমার্কেটে পশু কোরবানি করবো।”
কোরবানির অর্থের উৎসের বিষয়ে হাসনাত বলেন, “এ উদ্যোগে আমরা কমিটির সদস্যদের বাইরে কারো কাছ থেকেই অর্থ সহায়তা নেইনি। কমিটির সদস্যদের অর্থায়নেই এই উপহার।”