Wednesday 30 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্মব্যস্ত নগরীর রাজপথ এখন ফাঁকা

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৫ ১৬:৪৪ | আপডেট: ৬ জুন ২০২৫ ২১:০২

ছবি: সারাবাংলা

ঢাকা: পালটে গেছে যানজটের শহর খ্যাত ঢাকার চিত্র। নেই মানুষের কোলাহল, হকারের হাঁকডাক আর যন্ত্রযানের হুইসেল। নেই চিরচেনা সেই যানজট। পবিত্র ঈদুল আজহার টানা ১০ দিনের লম্বা ছুটিতে যানজটের নগরী ঢাকা এখন অনেকটাই ফাঁকা। কেননা দীর্ঘ এ ছুটিতে এরইমধ্যে রাজধানী ছেড়েছেন অসংখ্য মানুষ।

শুক্রবার (৬ জুন) সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রাস্তাঘাট তেমন যানবাহন নেই, অনেকটাই ফাঁকা। ঢাকার মধ্যে চলাচলকারী বেশিরভাগ বাসে যাত্রী ছিল খুবই কম। সড়কে মানুষ ও যান চলাচল কম থাকায় কোনো যানজট চোখে পড়েনি। ফলে মানুষ খুব কম সময়ের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছেন। অনেক স্থানে ট্রাফিক পুলিশ সদস্যদের উপস্থিতিও তেমন চোখে পড়েনি।

বিজ্ঞাপন

এদিকে, ফাঁকা ঢাকায় দাপটের সঙ্গে সব সড়কে ঘুরে বেড়াচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা। অফিস-আদালত বন্ধের কারণে যাত্রী কম থাকায় গণপরিবহনগুলোতে ফাঁকা সিট নিয়ে যেতে দেখা যায়।

দুদিন আগেও যেসব এলাকায় যেতে দেড় থেকে দুই ঘণ্টা লাগত, আজ সেখানে যেতে ১৫ থেকে ২০ মিনিট লাগছে, এতে ঢাকাবাসী বেশ খুশি।

দেখা গেছে, রাজধানীর মিরপুর, বনানী বনশ্রী, রামপুরা, বাড্ডা, মোহাম্মদপুর, ধানমণ্ডি, ঝিগাতলা, ফার্মগেট, কাওরান বাজার, বাংলামোটর, শাহবাগ, মৎস্য ভবন এলাকায় দেখা যায় অন্যান্য দিনের তুলনায় যানবাহনের সংখ্যা কম। সড়কগুলোতে যাত্রীর তেমন চাপ দেখা যায়নি। বেশিরভাগ যানবাহনে রয়েছে যাত্রী সংকট, যাত্রীর অভাবে আসন ফাঁকা রেখেই গন্তব্যে যাচ্ছে যানবাহনগুলো।

রাজধানীতে কিছু যানবাহন চলাচল করলেও সড়কের কোথাও যানজটের চিত্র দেখা যায়নি। তবে বিভিন্ন ট্রাফিক সিগন্যালে স্বল্প সময়ের জন্য গাড়িগুলোকে থামতে দেখা গেছে। সেই সঙ্গে ফাঁকা রাস্তায় রিকশা, ব্যাটারিচালিত রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার ও মোটরসাইকেল দাপিয়ে বেড়াতে দেখা গেছে।

তবে রাজধানী থেকে বের হওয়ার প্রধান দুটি পয়েন্ট গাবতলী ও সায়েদাবাদ-যাত্রাবাড়ী অঞ্চলে যানজট দেখা গেছে।

সারাবাংলা/এনএল/এসডব্লিউ

ঈদুল আজহা ঢাকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর