Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে গ্রামের বাড়িতে এসে পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৫ ১৭:১৩ | আপডেট: ৬ জুন ২০২৫ ২১:০২

শিশু নাজিবা ও নাফিজার মরদেহ

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় ঈদে গ্রামের বাড়িতে এসে পানিতে ডুবে নাজিবা আক্তার (৫) ও নাফিজা আক্তার (৩) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ ‍জুন) ‌সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার দক্ষিণ কাইচাল গ্রামের বাড়ির পাশের ডোবায় পড়ে তাদের মৃত্যু হয়।

মৃত নাজিবা ও নাফিজা ওই গ্রামের ইতালি প্রবাসীর সুমন মোল্লার মেয়ে।

স্বজনরা জানায়, প্রবাসী সুমন মোল্লার পরিবার মেয়েদের পড়ালেখার জন্য নগরকান্দায় বাসা ভাড়া করে থাকেন। ঈদ উপলক্ষ্যে সকালে তারা গ্রামের বাড়িতে আসেন। বাড়ি আসার পর দুই বোন চিপস খেতে খেতে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। এসময় সঙ্গে থাকা শিশু মোহাম্মদ উল্লাহ (৫) পানিতে পড়ে যেতে দেখে বাড়ি গিয়ে খবর দেয়। পরে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের  মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম দুই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে  মরদেহ পরিবারের কাছে ময়নাতদন্ত ছাড়া বুঝিয়ে দেওয়া হয়েছে।

সারাবাংলা/এসআর

দুই বোনের মৃত্যু নগরকান্দা পানিতে ডুবে মৃত্যু ফরিদপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর