Thursday 24 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জুলাই অভ্যুত্থানে নিহত-আহতদের জন্য ২৮৫ কোটি টাকা ব্যয়’

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৫ ১৯:৫৬ | আপডেট: ৬ জুন ২০২৫ ২১:০২

ঢাকা: জুলাই আগস্টের অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসাসহ তাদের পেছনে এখন পর্যন্ত ২৮৫ কোটি টাকা সরকার খরচ করেছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (৬ জুন) সন্ধ্যা ৭টায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ তথ্য জানিয়েছেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, নিহতদের পরিবারের মধ্যে ৬৩০টি পরিবারকে ১০ লাখ টাকা করে সঞ্চয়পত্র দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আহতদের জন্য অন্তবর্তী সরকারের পক্ষ থেকে ১০৬ কোটি টাকা খরচ করা হয়েছে। এছাড়া সরকারি বেসরকারি হাসপাতালের যেসব জুলাই আহতরা ছিলেন তাদের সব চিকিৎসা ব্যয় সরকার থেকে দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

সরকার প্রধান বলেন, ‘জুলাইয়ের গণহত্যাকাণ্ডের বিচার শুরু হয়ে গেছে। আর এতে সরকার সহযোগিতা করছে। বিগত ১৬ বছরের গুম খুনের জন্য বিচারকাজ শুরু করেছি। মানবতা অপরাধের বিচারের জন্য ট্রাইবুনাল গঠন করে অপরাধীদের বিচার করা হচ্ছে।’

সারাবাংলা/এমএইচ/এসআর

২৮৫ কোটি টাকা ব্যয় জুলাই অভ্যুত্থান ড. মুহাম্মদ ইউনূস নিহত-আহতদের চিকিৎসা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর