Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রবাসীদের জন্য সুখবর
বিভিন্ন দেশে ‘নাগরিক সেবাকেন্দ্র’ স্থাপন করা হবে: প্রধান উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৫ ২০:৩৮ | আপডেট: ৬ জুন ২০২৫ ২২:৫৩

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ভোগান্তি রোধে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের জন্য বেসরকারি উদ্যোগে নাগরিক সেবাকেন্দ্র স্থাপন করা হবে। এসব কেন্দ্র থেকে প্রবাসীরা পাসপোর্ট নবায়ন, জাতীয় পরিচয়পত্র সংগ্রহসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা পাবেন বলেও জানান প্রধান উপদেষ্টা।

শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রবাসীদের জন্য একাধিক সুখবর দেন। তিনি বলেন, ‘আমি জাতির পক্ষ থেকে সকল রেমিটেন্স যোদ্ধাকে কৃতজ্ঞতা জানাই।’

তিনি বলেন, ‘এগুলো কঠিন কাজ, কারণ দীর্ঘদিন ধরে এই ব্যবস্থা জটিল করে রাখা হয়েছে। তবে এখন সরকারের ভেতরে সাহসী এবং উদ্যোগী কর্মকর্তাদের সহযোগিতায় আমরা এটি বাস্তবায়নের জন্য বদ্ধপরিকর।’

বিজ্ঞাপন

অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্যে তিনি বলেন, ‘এই সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনীতি ছিল ভয়াবহ অবস্থায়। ১৬ বছরের লাগামহীন লুটপাটে অর্থনীতির যে ক্ষতি হয়েছে, তা যুদ্ধবিধ্বস্ত দেশেও বিরল। তবে এখন দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ঘুরে দাঁড়িয়েছে এবং জনগণের আমানত নিরাপদ।’

তিনি আরও জানান, ‘বৈদেশিক মুদ্রার রিজার্ভও এখন ইতিবাচক অবস্থানে রয়েছে। বিদেশি বিনিয়োগকারীরাও বাংলাদেশের অর্থনীতিতে আগ্রহ দেখাচ্ছেন। আগের সরকার রিজার্ভের দুরবস্থার কারণে বিদেশি ব্যবসায়ীদের আয় পাঠাতে দিচ্ছিল না, যা এখন ঠিক করা হয়েছে।’

চলতি অর্থবছরের বাজেট প্রসঙ্গে তিনি বলেন, ‘এই বাজেট জনকল্যাণমূলক এবং মানুষের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এটি আগের বছরের চেয়ে ছোট বাজেট হলেও এতে ভৌত অবকাঠামোর পরিবর্তে সামগ্রিক উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছে।’

তিনি রফতারিন ও রেমিটেন্স বৃদ্ধির প্রসঙ্গ টেনে বলেন, ‘অর্থনীতির দুঃসময়ে প্রবাসীরা এগিয়ে এসেছেন। তাদের পাঠানো রেমিটেন্স উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তাই আমি আবারও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

সারাবাংলা/এনএল/এসআর

ড. মুহাম্মদ ইউনূস নাগরিক সেবাকেন্দ্র প্রধান উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর