Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জুলাই সনদ ও ঘোষণাপত্র হলে ঘোষিত সময়ে নির্বাচনে আপত্তি নেই’

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৫ ২১:২৯ | আপডেট: ৭ জুন ২০২৫ ১৩:০৪

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন

ঢাকা: ‘এপ্রিলের প্রথমার্ধের যেকোনো দিন জাতীয় নির্বাচন’ প্রধান উপদেষ্টার এই ঘোষণার প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র ও সংস্কার বাস্তবায়নের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হলে ঘোষিত এই সময়ে নির্বাচনের বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই।

শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমার বিষয়ে প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, ‘আমরা প্রত্যাশা করেছিলাম, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের আনুষ্ঠানিকতা শেষে জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়ে অন্তর্বর্তী সরকারের দিক থেকে সুনির্দিষ্ট বক্তব্য আসবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা আগামী বছরের এপ্রিলের মধ্যে নির্বাচনের যে সময়সীমার কথা বলেছেন, যদি এই সময়কালের মধ্যে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র ও সংস্কার বাস্তবায়নের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়, তাহলে ঘোষিত সময়ে নির্বাচনের বিষয়ে আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই।

সারাবাংলা/এমএইচ/এসআর

আখতার হোসেন এনসিপি জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর