Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে পর্যটন পয়েন্ট ‘পদ্মাপুলক’ উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৫ ২২:১৪

রাজবাড়ী: রাজবাড়ীর মিজানপুর ইউনিয়নে গোদার বাজার এলাকায় পদ্মা নদীর তীরে পর্যটন পয়েন্ট আই লাভ রাজবাড়ী ‘পদ্মাপুলক’ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৬ জুন) বিকেলে এই ‘পদ্মাপুলক’ উদ্বোধন করা হয়। এই ‘পদ্মাপুলক’ রাজবাড়ী জেলা প্রশাসন ও রাজবাড়ী পৌরসভা যৌথ উদ্যোগে বাস্তবায়ন করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে রাজবাড়ীর পৌরসভার প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন নেহাল আহমেদ।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, আমাদের ছোট্ট ছোট্ট প্রচেষ্টা রাজবাড়ী বাসির জন্য। রাজবাড়ীর প্রাকৃতিক সৌন্দর্য হচ্ছে পদ্মার তীর। আমরা চেষ্টা করে যাচ্ছি নদীর ভিউটা কিভাবে সৌন্দর্য বৃদ্ধি করা যায়। নদীর তীরে অনেকগুলো ব্রেঞ্চ বসানো হয়েছে। টয়লেটের কাজ চলছে। লাইটের ব্যবস্থা কিছু দিনের ভেতর করা হবে। একটা গোল ঘর তৈরি করে দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি, আপনাদেরও সহযোগিতার প্রয়োজন।

আলোচনা সভাশেষে আই লাভ রাজবাড়ী ‘পদ্মাপুলক’ উদ্বোধন করেন জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিগণ। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তারা, পৌরসভার কর্মকর্তাগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

সারাবাংলা/এসআর

আই লাভ রাজবাড়ী পদ্মাপুলক পর্যটন রাজবাড়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর