Friday 25 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকাতে আজ দুপুর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৫ ০৯:২৩ | আপডেট: ৭ জুন ২০২৫ ১৩:০৩

ঢাকা: যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের দিনে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুর ১২টা পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকবে। এদিন দুপুর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই।

শনিবার (৭ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অফিস জানায়, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দক্ষিণ/দক্ষিণ- পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বিজ্ঞাপন

সংস্থাটি আরও জানায়, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। ওই সময় বাতাসের আদ্রতা রেকর্ড করা হয়েছে ৯২ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকা সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে আর আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫ টা ১০ মিনিটে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৬ মিলিমিটার।

সারাবাংলা/এনএল/এমপি

আবহাওয়া অধিদফতর পবিত্র ঈদুল আজহা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর