Thursday 24 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের দিন ঢাকায় স্বস্তির বৃষ্টি

সাারাবাংলা ডেস্ক
৭ জুন ২০২৫ ১৩:১৩ | আপডেট: ৭ জুন ২০২৫ ১৭:৪৪

বৃষ্টি। ছবি: সারাবাংলা

ঢাকা: সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। চলছে পশু কোরবানির কার্যক্রম। এর মাঝে স্বস্তির বৃষ্টি রাজধানীতে। শনিবার (৭ জুন) দুপুরের দিকে শুরু হয় বৃষ্টি।

গত সপ্তাহ থেকে টানা কয়েকদিনের গরমে হাঁসফাঁস অবস্থা ছিল সাধারণ মানুষের। সেই অবস্থা থেকে রক্ষা পাওয়া গেছে বৃষ্টির কারণে। তবে কোরবানির মাংস কাটায় কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এদিকে সকালে ঈদের নামাজ শেষে শুরু হয় পশু কোরবানির কাজ। রাজধানীতে রাস্তার উপরে, কেউ বাড়ির সামনে, কেউ গলিতে কোরবানির মাংস কাটার কাজ করছেন। বৃষ্টির কারণে কিছুটা ব্যাঘাত ঘটে এতে।

আবহাওয়া অফিস জানায়, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দক্ষিণ/দক্ষিণ- পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমপি

পবিত্র ঈদুল আজহা বৃষ্টি

বিজ্ঞাপন

নিষিদ্ধ হচ্ছেন মেসি?
২৪ জুলাই ২০২৫ ১২:২০

আরো

সম্পর্কিত খবর