Thursday 24 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোরবানি দিতে গিয়ে আহত দুই শতাধিক জাতীয় অর্থোপেডিক হাসপাতালে

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৫ ১৯:৫৬ | আপডেট: ৮ জুন ২০২৫ ১৩:২৪

জাতীয় অর্থোপেডিক হাসপাতালে আহত কয়েকজন

ঢাকা: পবিত্র ঈদুল আজহার প্রথম দিনে পশু কোরবানি করতে গিয়ে আহত হয়ে দুই শতাধিক মানুষ রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) জরুরি বিভাগে এসেছেন।

শনিবার (৭ জুন) বিকেলে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে এমনই চিত্র দেখা গেছে। এসময় কেউ গোস্ত কাটতে গিয়ে হাত কেটে ফেলছেন, আবার কেউ কোরবানির পশুর দ্বারা আহত হয়েছেন।

হাসপাতালের জরুরি মেডিকেল অফিসার ডা. অভিজিৎ চৌধুরী বলেন, জরুরি বিভাগে আমরা তিনজন চিকিৎসক ননস্টপ চিকিৎসাসেবা দিচ্ছি।

তিনি বলেন, ২০১ জন এখন পর্যন্ত দেখেছি। এখন আরও বেশি আসছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোগীর চাপও বাড়ছে। বেশিরভাগ গরু কাটতে গিয়ে হাত-পায়ে ইনজুরি হয়েছে। হাত-পা ভেঙে গেছে এমন।

বিজ্ঞাপন

এদিকে, পবিত্র ঈদুল আজহার প্রথম দিনে পশু কোরবানির সময় অসাবধানতাবশত ধারালো অস্ত্রের আঘাতে রাজধানীসহ আশপাশের এলাকায় শতাধিক আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন।

সারাবাংলা/এমএইচ/এসআর

অর্থোপেডিক হাসপাতাল আহত ঈদুল আজহা পশু কোরবানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর