Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএনসিসির ৮৫ শতাংশ বর্জ্য অপসারণ: প্রশাসক

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৫ ২১:৩৯ | আপডেট: ৮ জুন ২০২৫ ১৩:২৪

সংবাদ সম্মেলন

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৮৫ শতাংশ কোরবানির বর্জ্য সন্ধ্যার মধ্যেই অপসারণ করা হয়েছে।

শনিবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর গুলশানে ডিএনসিসির নগর ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

প্রশাসক এজাজ বলেন, ‘কোনো ওয়ার্ডেই শতভাগ বর্জ্য অপসারণ করা সম্ভব হয়নি। তবে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ময়লা পড়ে নেই। প্রধান সড়কগুলোর পাশে সব ময়লা আমরা পরিষ্কার করেছি।’

তিনি বলেন, ‘এরই মধ্যে আমরা সাত হাজার ৮০০ টন বর্জ্য সংগ্রহ করে ডাম্পিং করেছি। যা কোরবানি উপলক্ষ্যে উৎপন্ন হওয়া বর্জ্যের ৮৫ শতাংশ। আগামী তিনদিন আমাদের বর্জ্য অপসারণের কার্যক্রম চলবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ/এসআর

ডিএনসিসি ঢাকা উত্তর সিটি প্রশাসক বর্জ্য অপসারণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর