Sunday 14 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় আক্রান্ত নেইমার

স্পোর্টস ডেস্ক
৮ জুন ২০২৫ ০৯:২৭ | আপডেট: ৮ জুন ২০২৫ ১৩:২০

ইনজুরির সঙ্গে লড়াই, ব্রাজিল জাতীয় দলে ডাক না পাওয়া, ক্লাব ছাড়ার গুঞ্জন; সব মিলিয়ে বেশ বিপাকেই ছিলেন তিনি। মরার উপর খাঁড়ার ঘা হিসেবে এবার করোনায় আক্রান্ত হলেন নেইমার। সান্তোসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, কোভিড-১৯ পজিটিভ হয়েছে এই ব্রাজিলিয়ান সুপারস্টার।

বিশ্বজুড়ে হঠাৎ বেড়েছে করোনা ভাইরাস। সেই ধাক্কা এবার লাগল ক্রীড়াঙ্গনেও।

সান্তোস জানিয়েছে, তিন দিন আগে করা টেস্টে পজিটিভ এসেছেন নেইমার, ‘গত ৫ জুন অসুস্থ বোধ করা নেইমারের পরীক্ষা নিরীক্ষা করা হয়। সেখানেই করোনা পজিটিভ হয়েছে তিনি। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

৩৩ বছর বয়সী নেইমারকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছে সান্তোস, ‘৫ জুন থেকেই নেইমারকে দল থেকে আলাদা রাখা হয়েছে। আমরা আশা করছি করোনা থেকে সেরে উঠে দ্রুতই খেলায় ফিরবেন তিনি।’

বিজ্ঞাপন

আগামী ১২ জুন সান্তোসের সঙ্গে মেয়াদ শেষ হচ্ছে নেইমারের। ধারণা করা হচ্ছে, সান্তোস ছেড়ে অন্য কোথাও পাড়ি জমাবেন নেইমার।

সারাবাংলা/এফএম

বিজ্ঞাপন

সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ
১৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩০

আরো

সম্পর্কিত খবর