Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদুল আজহার দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৫ ১২:১৬ | আপডেট: ৮ জুন ২০২৫ ১৫:১২

আজও রাজধানীর বিভিন্ন স্থানে চলছে পশু কোরবানি।

ঢাকা: ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন স্থানে চলছে পশু কোরবানি।

রোববার (৮ জুন) ঈদের দ্বিতীয় দিনে সকাল থেকে এমনই দৃশ্য দেখা গেছে।

জানা গেছে, ঈদের প্রথম দিন ব্যস্ততা ও চাপ সামলাতে না পেরে এবং কসাই না পাওয়ায় অনেকেই আজ কোরবানি দিচ্ছেন। এছাড়া ধর্মীয় বিধান থাকায়ও অনেকে আজ কোরবানি দিচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর মিরপুর, মগবাজার, পল্টনের আশপাশের এলাকায় পশু কোরবানি দিয়েছেন অনেকে। কেউ কসাই দিয়ে আবার কেউ কেউ নিজেরাই নিজেদের গরু কোরবানি দিয়ে কাটাকাটি করছেন।

আজ কোরবানি দেওয়ার মগবাজারের মজিবর বলেন, ‘আমাদের কসাই ঈদের দিন তিন জায়গায় কাজ নিয়ে ফেলেছিল। শেষ পর্যন্ত আমাদের সময় হয়নি। তাই আজ সকালে নিজেরাই জবাইয়ের ব্যবস্থা করেছি।’

বিজ্ঞাপন

মিরপুর ১২ নম্বরে আজ কোরবানি দিয়েছেন রিপন শেখ। তিনি বলেন, ‘বেশিরভাগ মানুষ ঈদের দিন কোরবানি দেন। এতে কসাইদের অনেক ব্যস্ততা থাকে। তাই আমরা আগে থেকেই ঠিক করেছি দ্বিতীয় দিনে কোরবানি করবো। আজ খুব নিরিবিলি পরিবেশে কোরবানি দিতে পারছি। ফজরের নামাজের পরে হুজুর এসে গরু জবাই দিয়ে গেছেন।’

মোহাম্মদপুরে বাসিন্দা গোলাম কিবরিয়া বলেন, ‘ঈদের দিন এবং পরের দুদিন পশু কোরবানি দেওয়া যায়। কোনদিন সওয়াব বেশি কম হওয়ায় সুযোগ নেই। গতকাল যারা কোরবানি দিয়েছেন তাদের উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জন, আজ আমরা যারা কোরবানি দিচ্ছি তাদের উদ্দেশ্যও আল্লাহর সন্তুষ্টি অর্জন।’

উল্লেখ্য, ধর্মীয় দিক থেকে ঈদুল আজহার দ্বিতীয় দিন অর্থাৎ ১১ জিলহজও কোরবানির জন্য গুরুত্বপূর্ণ। ইসলামের বর্ণনায় এ দিনটি মর্যাদাপূর্ণ বলে উল্লেখ রয়েছে। নবী করিম (সা.) বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো কোরবানির দিন, এরপরের দিনটি। তাই অনেকেই আজও কোরবানি করছেন। শরিয়ত অনুযায়ী ১০ থেকে ১২ জিলহজ, মোট তিন দিন কোরবানি করার বিধান রয়েছে।

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ

ঈদুল আজহা কুরবানি ঢাকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর