Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করলেন ক্রিকেটার শরিফুল ইসলাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৫ ১৩:১৪

ঈদের নামাজ শেষে গ্রামবাসীদের সঙ্গে কোলাকুলি করেন ক্রিকেটার শরিফুল ইসলাম।

পঞ্চগড়: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম এবারের পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন নিজ জেলা পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের কালীগঞ্জের মৌমারী গ্রামে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়ে, গ্রামবাসীদের সঙ্গে কুশল বিনিময়ের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করেন এই তরুণ ক্রিকেটার।

শনিবার (৭ জুন) সকালে নিজ গ্রামের মাষ্টারপাড়া ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন শরিফুল ইসলাম। নামাজ শেষে গ্রামবাসীদের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আত্মীয়-স্বজনদের সঙ্গেও ঘরোয়া আলোচনায় সময় কাটান তিনি।

সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজ শেষে ছুটি পেয়ে কয়েকদিন আগে গ্রামে ফেরেন শরিফুল। এ সময় তিনি নিজেই কোরবানির জন্য স্থানীয় হাট থেকে প্রায় দেড় লাখ টাকা মূল্যের একটি গরু ক্রয় করেন। পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের পাশাপাশি গরিব ও অসহায় মানুষদের মাঝেও কোরবানির মাংস বিতরণ করবেন বলে জানান তার পরিবারের সদস্যরা।

বিজ্ঞাপন

শরিফুল ইসলাম বলেন, “পবিত্র ঈদের এই দিনটি পরিবারের সঙ্গে নিজ এলাকায় উদযাপন করতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। সবার কাছে দোয়া চাই, যেন দেশের হয়ে আরও ভালো খেলতে পারি।”

তার বড় ভাই আশরাফুল ইসলাম বলেন, ‘শরিফুল ঈদের পরদিন ঢাকায় ফিরবেন। কারণ খুব শিগগিরই তাকে ঢাকা প্রিমিয়ার লিগে অংশ নিতে হবে। শরিফুলের আগমনে পুরো পরিবার একত্রিত হয়ে ঈদ করতে পেরে খুব আনন্দিত।’

স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম শুভ জানান, “জাতীয় দলের ক্রিকেটার শরিফুল আমাদের গ্রামের ছেলে। ঈদের সময় তাকে কাছে পাওয়া আমাদের জন্য গর্বের বিষয়। গতকাল রাতেও আমাদের সঙ্গে বসে আড্ডা দিয়েছেন।”

জাতীয় দলের ব্যস্ত সূচির মাঝেও ঈদের এই বিশেষ দিনটি পরিবারের সঙ্গে কাটাতে পেরে দারুণ তৃপ্ত শরিফুল ইসলাম। তার গ্রামে ফেরাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে এক প্রাণবন্ত, আনন্দঘন পরিবেশ।

সারাবাংলা/এসডব্লিউ

ঈদুল আজহা ক্রিকেটার শরিফুল ইসলাম