খুলনা: খুলনার রূপসায় সুমাইয়া খাতুন জান্নাত (২৩) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৮ জুন) সকালে উপজেলার আইচগাতি ইউনিয়নের উত্তর পাড়ার ওই গৃহবধূর শ্বশুর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুমাইয়া খাতুন জান্নাত প্রবাসী শাওন শেখের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধূ সুমাইয়া খাতুন জান্নাতকে গভীর রাতে কে বা কাহারা গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।
বিকালে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।