Saturday 24 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ানমারে তৈরি অস্ত্রসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৫ ২১:০৫

আটককৃত পাইমং মারমা (২৪) – ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি: মিয়ানমারের তৈরি পিস্তলসহ ইউপিডিএফ সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তার কাছ থেকে ১টি ম্যানুয়ালি লোডেড পিস্তল (মিয়ানমারের তৈরি), ৭.৬২ মিলিমিটার ক্যালিবারের ০৬ রাউন্ড গুলি, চাঁদা আদায়ের অবৈধ রশিদ ও ভারতীয় রুপি জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার নাম পাইমং মারমা (২৪) বলে জানা গেছে। সে নিজেকে ইউপিডিএফ কর্মী বলে পরিচয় দিয়েছে।

সে জেলার মানিকছড়ি উপজেলার জামতলা ওয়াকিছড়া পাড়ার মৃত আকরা মারমার ছেলে বলে জানা গেছে।

পরবর্তীতে আটক সন্ত্রাসীকে মানিকছড়ি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. জুয়েল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

জুয়েল আরেফিন জানান, রোববার (৮ জুন) বিকেলে গোপন সূত্রে তথ্যের ভিত্তিতে ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মো. শাইয়েন কাদিরের নেতৃত্বে দুর্গম জামতলা ওয়াকছড়ি পাড়া অভিযান পরিচালনা করা হয়। ওই সময় তাকে আটক করা হয়।

আটককৃত পাইমং মারমাকে সোমবার আদালতে তোলা হবে বলে জানান তিনি।

এ বিষয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর কোন আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সারাবাংলা/আরএস