Sunday 14 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৫ ২১:৪৩

পাবনা: জেলার সাঁথিয়া উপজেলায় শহিদ মুক্তিযোদ্ধাদের স্মরণে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ জুন) বিকেলে উপজেলার ধোপাদহ নাড়িয়াগদাই উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলাটি সম্পন্ন হয়।

শহিদ আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন সাঁথিয়ার সৌজন্যে- ইউনিটি সোশ্যাল সোসাইটি টুর্নামেন্টের আয়োজন করে। খেলার উদ্বোধন করেন বগুড়া জেলার ট্রাফিক পুলিশের টিআই প্রশাসন সালেকুজ্জামান খান।

এতে প্রধান অতিথি ছিলেন- বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তাঁতী দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি হাজী ইউনুস আলী, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদুল হক মাসুদ, কর্মজীবী দল পাবনা জেলা শাখার সদস্য ওমর ফারুক বাবু, ছাত্রদল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সদস্য সচিব সানজিদ প্রান্ত, শহিদ আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের ফাউন্ডার ইঞ্জিনিয়ার রাজু আহম্মেদ খান, ক্রিকেট টুর্ণামেন্ট কমিটির সভাপতি শিপন শাকিল আজাদী ও সাধারণ সম্পাদক আব্দুর রব প্রমুখ।

বিজ্ঞাপন

ফাইনাল খেলায় ভুলবাড়িয়া আব্দুল গফুর স্মৃতি সংঘ ভাঙ্গুড়া সুপার জয়েন্টকে হারিয়ে বিজয়ী হয়। টুর্নামেন্টে সর্বমোট ১৬টি দল অংশ গ্রহণ করে।

সারাবাংলা/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর