Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউয়েফা নেশনস লিগ
নাটকীয় ফাইনালে স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন পর্তুগাল

স্পোর্টস ডেস্ক
৯ জুন ২০২৫ ০৯:১৯ | আপডেট: ৯ জুন ২০২৫ ১৩:৫১

স্পেনকে টাইব্রেকারে হারিয়ে দ্বিতীয়বারের মতো নেশনস লিগ জয়ের রেকর্ড গড়ল পর্তুগিজরা।

৬ বছর আগে শেষবার এই ইউয়েফা নেশনস লিগের শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন তারা। ২০২৫ সালে এসে আবারও এই টুর্নামেন্টের শিরোপা উঁচিয়ে ধরল ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। ফাইনালে স্পেনকে টাইব্রেকারে হারিয়ে দ্বিতীয়বারের মতো নেশনস লিগ জয়ের রেকর্ড গড়ল পর্তুগিজরা।

আলিয়াঞ্জ অ্যারেনার ফাইনালে প্রথমে এগিয়ে গিয়েছিল স্পেন। ২১ মিনিটের মাথার গোল করে দলকে লিড এনে দেন জুবিমেন্ডি। এই লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্পেন।

২৬ মিনিটের মাথায় পর্তুগালকে ম্যাচে ফেরান নুনো মেন্ডেস। হাফ টাইমের ঠিক আগে আবার লিড ফিরে পায় স্পেন। ৪৫ মিনিটের মাথায় মিকেল ওয়ারজাবালের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্পেন।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে দারুণ এক ফিনিশিংয়ের পর্তুগালকে আবারও ম্যাচে ফেরান রোনালদো। শেষ পর্যন্ত ২-২ গোলে ম্যাচ যায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ে গোল না হওয়ায় ম্যাচ যায় টাইব্রেকারে। সেখানে স্পেন অধিনায়ক আলভারো মোরাতা পেনাল্টি মিস করলে ৫-৩ গোলের জয় নিয়েই শিরোপা উল্লাসে মাতে পর্তুগাল।

ইউরো ও ২০১৯ সালের নেশনস লিগের পর জাতীয় দলের জার্সি গায়ে এটি রোনালদোর তৃতীয় শিরোপা।

সারাবাংলা/এফএম