Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লা সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৫ ১০:৪১ | আপডেট: ৯ জুন ২০২৫ ১৩:৫১

কুমিল্লা: গত বছরের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) সহকারী প্রকৌশলী মো. তোফাজ্জল হোসেনকে গ্রেফতার করেছে কুমিল্লার সদর দক্ষিণ থানার পুলিশ।

সোমবার (৯ জুন) সকালে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। রোববার (৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ নগরীর কোটবাড়ি রোডের চাঙ্গেনী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

তিনি ওই এলাকার সুলতান আহম্মদের ছেলে এবং কুসিকের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর যুবলীগের বহিস্কৃত যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেনের ছোট ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তোফাজ্জল হোসনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গত বছরের ৫ আগস্টের পর সদর দক্ষিণ ও কোতয়ালি মডেল থানায় দুটি মামলা হয়। এসব মামলায় তিনি এজাহার নামীয় আসামি। দুটি মামলায় আসামি হলেও তিনি কর্মস্থলে নিয়মিত অফিস করতেন। এছাড়া নগরীর ১১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলরদের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বিজ্ঞাপন

সদর দক্ষিণ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

ওসি আরও জানান, তোফাজ্জল ২০২০ সালের ১০ জুলাই চাঙ্গেনী এলাকার ব্যবসায়ী আক্তার হোসেন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। তবে ওই মামলায় জামিনে আছেন।

সারাবাংলা/এমপি

কুমিল্লা সিটি করপোরেশন গ্রেফতার সহকারী প্রকৌশলী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর