Tuesday 29 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক সংবাদ উপস্থাপিকার ‘অস্বাভাবিক’ মৃত্যু, তদন্তে পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৫ ১৩:৪৮ | আপডেট: ৯ জুন ২০২৫ ১৬:৩৮

সাবেক সংবাদ উপস্থাপিকা সাফিনা আহমেদ তরী।

ঢাকা: সাবেক সংবাদ উপস্থাপিকা সাফিনা আহমেদ তরীর (৩০) অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রাজধানীর মুগদা হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৯ জুন) হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাজু সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘তার মৃত্যুর কারণ মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর জানা যাবে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রয়েছে। ঘটনার আসল রহস্য উদঘাটন করতে আমরা কাজ করছি।’

মোহাম্মদ রাজু বলেন, ‘রোববার বিকেলে রাজধানীর নিউ ইস্কাটন থেকে পরিবারের সদস্যরা তরীকে অচেতন অবস্থায় মুগদা জেনারেল হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।’

বিজ্ঞাপন

ছফিনার মা সাবিহা আহমেদ রিতার বরাতে হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) পূর্ণ চিছাম জানান, সাফিনা আনুমানিক চার বছর যাবৎ মদ্যপান করতো। শনিবার (৭ জুন) সন্ধ্যার দিকে সাফিনা তার মায়ের সঙ্গে কথা বলে রুমে চলে যান। রোববার (৮ জুন) দুপুরে তার মা তাকে ডাকতে গিয়ে দেখেন অচেতন অবস্থায় বিছানায় পড়ে আছেন সাফিনা। পরে তাকে দ্রুত মুগদা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, এ্যালকোহল পান জনিত কারনে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর পর কিন্তু কারণ জানা যাবে।

এদিকে, সাবেক এই সংবাদ উপস্থাপকের অস্বাভাবিক মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে হাতিরঝিল থানা পুলিশ। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

জানা যায়, সাফিনা আহমেদ চ‍্যানেল ২৪ ও আরটিভিতে সংবাদ উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। সর্বশেষ তিনি ব্র্যাক ব‍্যাংকে কর্মরত ছিলেন। বোন ও মায়ের সঙ্গে তিনি রাজধানীর ইস্কাটনে থাকতেন।

সারাবাংলা/এমএইচ/এসএসআর/এমপি

অস্বাভাবিক মৃত্যু সাফিনা আহমেদ তরী সাবেক সংবাদ উপস্থাপিকা