Friday 25 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপি রাজনৈতিক ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চায়’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৫ ১৮:৫৬ | আপডেট: ৯ জুন ২০২৫ ২২:০০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ

কক্সবাজার: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘বিএনপি দেশে যত শীঘ্রই সম্ভব সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চায়।’

সোমবার (৯ জুন) বিকেলে কক্সবাজারের পেকুয়া উপজেলা বিএনপির নবনির্মিত কার্যালয় উদ্বোধন শেষে এক সমাবেশে এসব কথা বলেন।

সমাবেশে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের একদলীয় শাসনের অবসান হলেও তারা দেশে এবং বিদেশে বসে নানা ষড়যন্ত্র করছে। তারা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা করছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে গণতন্ত্রের ঠিকানা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। তাই বাংলাদেশে যাতে আর ফ্যাসিবাদী শক্তির জন্ম না হয় তার জন্য বিএনপিসহ সকল জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তিকে সতর্ক থাকতে হবে। এ জন্য দেশে গণতান্ত্রিক চর্চাকে আরও এগিয়ে নিতে হবে।’

পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নাসহ দলীয় নেতৃবৃন্দ।

পরে সালাউদ্দিন আহমেদ জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় শহিদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের করব জিয়ারত করেন ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

সারাবাংলা/এসআর

কক্সবাজার গণতান্ত্রিক সরকার বিএনপি রাজনৈতিক সরকার সালাহউদ্দিন আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর