Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোরবানির ২০ হাজার ৮৮৯ টন বর্জ্য ল্যান্ডফিলে ডাম্পিং করেছি: মোহাম্মদ এজাজ

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৫ ১৯:০৪ | আপডেট: ৯ জুন ২০২৫ ২২:০০

সোমবার বিকেলে রাজধানীর গুলশানের নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, আজ (সোমবার) দুপুর পর্যন্ত ২০ হাজার ৮৮৯ টন বর্জ্য সংগ্রহ করে ল্যান্ডফিলে ডাম্পিং করেছি। কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সমাপ্তি ঘোষণা না করে এটা চলমান রাখব।

সোমবার (৯ জুন) বিকেলে রাজধানীর গুলশানের নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএনসিসির প্রশাসক।

তিনি বলেন, যে পার্টিগুলোর মধ্যে মাংস বানানো হয়, সেগুলো অনেকেই এক-দুদিন পর ডাস্টবিনে ফেলেন। তাই আগামীকাল ও পরশুও আমরা কোরবানির বর্জ্য বাড়ির সামনে পাবো বলে ধারণা করছি। সেক্ষেত্রে আমাদের পরিচ্ছন্নতা কর্যক্রম চলমান থাকবে।

বিজ্ঞাপন

ডিএনসিসির প্রশাসক বলেন, গত বছরের তুলনায় এবার পশু কোরবানি কম হয়েছে। তবে বর্জ্য উৎপন্ন হওয়ার পরিমাণ বেড়েছে। এবার উত্তর সিটি করপোরেশন এলাকায় ৪ লাখ ৬৬ হাজার ৮০টি কোরবানি হয়েছে। এর মধ্যে গরু ৩ লাখ ৫৯ হাজার ৬৭৭টি, ছাগল ১ লাখ ৫৪৬টি, মহিষ ১ হাজার ৭৬২টি এবং ভেড়া ৪ হাজার ৫৭টি কোরবানি হয়েছে।

সারাবাংলা/এমএইচ/আরএস

কোরবানির বর্জ্য ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর