Friday 25 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুবর্ণচরে খাল উদ্ধার ও খননের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৫ ২০:০৮

মানববন্ধন

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় জলাবদ্ধতা নিরসনে দখলকৃত খাল উদ্ধার ও খননের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয়রা।

সোমবার (৯ জুন) বিকেলে উপজেলার থানারহাট বাজারে ওয়াপদা ইউনিয়নের বাসিন্দারা এই মানববন্ধনের আয়োজন করে।

এ সময় মানববন্ধনে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী ডা. মানিক হাসান অরণ্য, চট্টগ্রাম পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রনেতা আব্দুর রহমান রকি, ডা. মনিরুল হক, সাংবাদিক আরিফ সবুজ, মো. ইমাম উদ্দিন সুমন, ইউনুছ শিকদার, সমাজসেবক মো. একরাম ও দিদারুল ইসলাম অপু।

বক্তারা সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, থানারহাট আমানতগঞ্জ হয়ে গাংচিল বয়ে যাওয়া খালটি প্রভাবশালীরা দখল করে রেখেছে। খাল দখলের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ফসল নষ্ট হয়ে কৃষকের ব্যাপক ক্ষতি হচ্ছে। এছাড়াও জলাবদ্ধতার কারণে স্থানীয়দের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে দ্রুত খাল উদ্ধার ও খননের দাবি জানান তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

খাল উদ্ধার খাল খনন নোয়াখালী মানববন্ধন সুবর্ণচর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর