গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটীকাপাসিয়া (কছিমবাজার) গ্রামে জনতা বেগম (২৩) নামে এক নারীর গলা কেটে হত্যা করেছে স্বামী।
জানা যায়, মঙ্গলবার (১০ জুন) দুপুরে জনতা বেগমের মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন এসআই (উপপরিদর্শক) আবু সাঈদ।
স্থানীয় সূত্রে জানা যায়, এরআগে সকালে ঐ গ্রামের মতলেব আলীর ছেলে আ. লতিফের স্ত্রী জনতা বেগমের সঙ্গে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এ সময় পরিবারের সবাই মিলে জনতা বেগমকে মারপিট করে। একপর্যায়ে ধারালো অস্ত্রের কোপে গলাকেটে জনতা বেগমকে হত্যা করেন স্বামী ও তার পরিবারের অন্যান্যরা।
নিহত জনতা বেগম উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের মৃত জয়নাল আবেদীনের মেয়ে।
ইউপি চেয়ারম্যান মঞ্জু মিয়া জানান, সকালে পারিবারিক ঝগড়া-বিবাদের একপর্যায়ে পরিবারের লোকজন জনতা বেগমকে হত্যা করেছে বলে তিনি শুনেছেন।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, ময়না তদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।