Saturday 18 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক
১১ জুন ২০২৫ ১৩:০৮

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা

টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রের দীর্ঘ দুই বছরের লড়াই শেষে ফাইনালে উঠেছে দুই দল। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা আজ মুখোমুখি এই আসরের ফাইনালে।

টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর পর এই নিয়ে তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ফাইনাল। গত আসরের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। টানা দ্বিতীয়বার এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছে অজিরা।

অন্যদিকে প্রথমবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। গত চক্রের শুরুতে তেমন ভালো অবস্থানে না থাকলেও শেষভাগে এসে দুর্দান্ত পারফর্ম করেছেন তারা। আর এতেই ফাইনালে পৌঁছে গেছে টেম্বা বাভুমার দল। কখনোই বড় শিরোপা না জেতা প্রোটিয়ারা নিজেদের প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে আজ মাঠে নামবে।

বিজ্ঞাপন

লর্ডসে বাংলাদেশ সময় দুপুর ৩.৩০ মিনিটে শুরু হবে ফাইনাল। ম্যাচটি বাংলাদেশের দর্শকরা উপভোগ করতে পারবেন টিভি চ্যানেলে। ফাইনাল দেখা যাবে টি-স্পোর্টস ও স্টার স্পোর্টস-১ এ।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

গুপ্তচরদের কৌশলী জুতা!
১৮ অক্টোবর ২০২৫ ১৭:৩৭

আরো