Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১১ জুন মধ্যরাত থেকে শেষ হচ্ছে সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৫ ১৪:২২ | আপডেট: ১১ জুন ২০২৫ ২১:০৯

সমুদ্রে মাছ ধরার কাজে ব্যবহৃত ট্রলার।

পটুয়াখালী: সমুদ্রে ইলিশসহ সব ধরনের মাছ ধরার উপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা ১১ জুন মধ্যরাত থেকে শেষ হচ্ছে।

সমুদ্র যাত্রায় শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। কেউ ট্রলারে জাল তুলছেন, কেউ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলছেন, অনেকে আবার জাল মেরামত করছেন, অনেকে আবার ট্রলার রং করছেন। মোটকথা শেষ সময়ে দম ফেলার ফুসরত নেই জেলেদের।

জাল বুননে ব্যস্ত সময় পার করছেন জেলেরা।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এ বছরই প্রথম ভারতের সঙ্গে মিল রেখে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সামুদ্রিক মাছের বাঁধাহীন প্রজননের জন্য ৫৮ এ নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। অবরোধ শতভাগ সফল হওয়ায় সাগরে ৪৭৫ প্রজাতির মাছের সুষ্ঠ প্রজনন হয়েছে। তাই সাগরে জাল ফেললেই জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়বে ইলিশ সহ সামুদ্রিক মাছ ধরা পরবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

নিষেধাজ্ঞা মধ্যরাত মাছ ধরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর