Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় সাবেক ছাত্রদল নেতাদের ঈদ পুনর্মিলনী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৫ ১৭:১৭

ঈদ পুনর্মিলনী

পাবনা: পাবনা: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পাবনা জেলার সাবেক নেতাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। বুধবার (১১ জুন) দুপুরে জেলা পরিষদের রশিদ হল মিলনায়তনে ‘ফিউচার লিডার্স অব বাংলাদেশ’- এই আয়োজন করে।

অনুষ্ঠানে বক্তব্য দেন— জেলা ছাত্রদলের সাবেক সভাপতি তৌফিক হাবিব, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ খন্দকার, সাবেক সভাপতি শেখ তুহিন, সাবেক সভাপতি মাহমুদুন্নবী স্বপন, সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল হক বাবু ও সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান সুইট।

বক্তারা বলেন, ‘ছাত্রদলের যে সকল সাবেক নেতারা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্ব দিচ্ছে যার মাধ্যমে বিএনপি’র আস্থা অর্জন করছে। যুগে যুগে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে ছাত্রদলের ভূমিকা রয়েছে। আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্ট সরকারকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে এই ছাত্র। মানুষের কাছে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দুর্বার গতিতে কাজ করছে ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ । ছাত্রদলই একমাত্র সংগঠন যা আগামীর প্রজন্ম হাল ধরতে পারে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুশৃংখল সংগঠন হল ছাত্রদল। যা নতুন প্রজন্মের দিক নির্দেশকের বাহক।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের সঞ্চলনা করেন— ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ফিউচার লিডারস অব বাংলাদেশ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. ইউসুফ আলী মোল্লা।

সারাবাংলা/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর